কেঁদেও সুখ নাই দিদি,
চোখের জল কানে ঢুকে যায়।
“কানে তুলো দাও“!
“কেন? পিরিত না প্রেত”?
যে কাঁদায় সে কখনও কখনও হয়ে যায় –
ভুতুড়ে! প্রেত! এটি একটি আধুনিক পেশা।
কাদতে কাদতে সবকিছু বদলে ফেলেছি…
নিয়ে কম্পিত হৃদয়খানি আমি বসে,
সবকিছু বদলেছে, সবকিছু বদলে ফেলেছি…
বসে আছি, ভুতুড়ে, শুধু –
হৃদয় দপ্তরটাই বদলালাম না।।
There is no happiness in crying, sister.
Tears well up in my ears.
“Stuff cotton in your ears”!
“Why? Passion or Poltergeist”?
The one who cries sometimes becomes –
Ghosted! Poltergeist-ed! This is a modern profession.
I have changed everything by crying.
I sit with a trembling heart,
everything has changed, everything has been changed.
I’m sitting, ghosted, just –
I did not change the heart department.