আজ অনেক দিন পর
মনে মনে ব্যথা নিয়ে বসে রইলাম।
১২ কোটি লোকের চাকরি গেছে
ইতিমধ্যে অনেকেই আত্মহত্যা করেছেন।
গোলাকার বিশ্ব সমতল হয়ে গেছে,
তাই মানুষ আর মহামারীকে পায় না ভয়।
এমনও একগুচ্ছ রয়েছে যারা এই মহামারীতেও কাজ করে চলেছেন,
আরো করবেন – কারণ প্রতিবাদ করলে তাদের ঘরে চাল ডাল আসে না।
সকাল থেকে সন্ধ্যা, রোগীর পর রোগী,
এবং একবার সে বাড়িতে গেলে – স্বামী, শ্বশুর, এবং শাশুড়ী।
চৌবাচ্চা অঙ্কের থেকেও কঠিন কিন্তু সম্পর্ক গুলো,
তার কোন বিশ্রাম নেই, নেই কোন বিশ্রাম বোধ।
সেদিন একটি পত্রিকায় পড়লাম – “দুঃস্থদের চিকিৎসা
করতেন মাত্র ৫ টাকায়, সংক্রমণের বলি…”
হে সমাজ, মাটিতে পা রাখো – বাস্তব বড্ড কঠিন।
আজ, সদয় হওয়া ব্যয়বহুল।
অনেক দিন পর
মনে মনে ব্যথা নিয়ে বসে রইলাম।
ক্লান্ত হৃদয়, ক্লান্ত মন, ক্লান্ত অর্থনীতি,
দেশ আমার বদলে গেছে।
এই ক্লান্তি থেকে মুক্তি দাও।
শরৎ সন্ধ্যায় না হয়, একটু বৃষ্টি ?
তৃপ্তি দাও।।